Monday, February 2, 2015

Micro Work

Micro Work

মাইক্রো ওয়ার্ক মূলত হচ্ছে ছোট ছোট কাজ করা। যেমন ধরেনঃ সাইন আপ করা, কোন ওয়েব সাইট সার্চ করা, লাইক দেওয়া, ফেসবুক, টুইটার বা কোন ব্লগে পোষ্ট করা, আর্টিকেল লিখা, রিভিউ করা, ডাউনলোড করা ও ইমেল সাবমিট করা ইত্যাদি ছোট ছোট করে আপনি আয় করতে পারবেন। আপনি যদি ইংরেজিতে একটু দক্ষ ও ভালো আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি অনেক ভাল আয় করতে পারবেন। এই কাজ গুলো করার জন্য সবচেয়ে ভালো প্লাটফরম হচ্ছে মাইক্রোওয়ার্কাস। মাইক্রোওয়াকার্স একটি বিশ্বস্ত সাইট এখানে অনেক ওয়ার্কার কাজ করে। এখানে আপনাকে কাজের জন্য ওডেক্স এর মতো বিড করতে করা লাগবে না। আপনি সরাসরি কাজ সাবমিট করতে পারবেন। আপনি সফল ভাবে কাজ করতে পারলে আপানাকে টাকা পে করবে।


  • 0Blogger Comment
  • Facebook Comment