Tuesday, March 3, 2015

E-Currency Account Open

ই-কারেন্সি মূলত হচ্ছে অনলাইন ব্যাংক একাউন্ট। যার মাধ্যমে আমরা অনলাইন থেকে আয় করা টাকা তুলতে পারবো। এই একাউন্ট খুলতে আপনার ভোটার আইডি কার্ড/পাসপোর্ট ও একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে। আপনার নিজের যদি আইডি কার্ড ও ব্যাংক একাউন্ট না থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলির যে কারো আইডি কার্ড ও ব্যাংক দিয়ে একাউন্ট খুলতে পারবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে ব্যাংক একাউন্ট কেন? ব্যাংক একাউন্ট ছাড়া আপনি আউটসোসিং এর কাজ করতে পারবেন না। বাহিরের দেশ থেকে আপনাকে টাকা ঘরে এসে বা বিকাশে দিয়ে যাবে না। টাকা উঠাতে হলো আপনাকে অবশ্যই একটি ই-কারেন্সি একাউন্ট ও ব্যাংক একাউন্ট থাকবে। আউটসোসিং সাইট গুলো মূলত আমাদের দেশের ব্যাংকগুলোতে সরাসরি টাকা পাঠায় না। তারা ই-কারেন্সি একাউন্টে টাকা ট্রান্সফার করে। আর সেই ই-কারেন্সি একাউন্ট গুলো আমাদের দেশের ব্যাংকগুলোতে টাকা ট্রান্সফার করে। তাই আপনার বা আপনার ফ্যামিলির একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে। অনেক ধরনের ই-কারেন্সি একাউন্ট রয়েছে। তাহলে আমরা কোন ই-কারেন্সি একাউন্ট খুলব? আমাদের মূলত সবধরনের ই-কারেন্সি একাউন্ট খুলতে হবে। কারণ একেক সাইটে একেক ধরনের ই-কারেন্সি একাউন্ট সাপোর্ট করে। সব সাইটে একরকমের ই-কারেন্সি সাপোর্ট করে না। নিচে থেকে আপনার প্রয়োজনীয় একাউন্টটি খুলে নেন। 

  1. Payza.
  2. Paypal.
  3. Perfect Money.
  4. Okpay
  5. Egopay.
  6. Skrill.
  7. Solid Trust Pay.
  8. Web Money.
  9. Neteller
  10. Payeer. 
এবার আসুন জেনে নেই কিভাবে একাউন্ট খুলব। প্রথম আপনার যে একাউন্ট খুলা প্রয়োজন সেই সাইটে গিয়ে সাইন আপ এ ক্লিক করুন। সাইনআপ করার সময় আপনার ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ব্যাংক একাউন্টে যে বানানে নাম লিখা আছে সেই বানানে লিখুন ও ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ দিবেন। কোন ভূল তথ্য দিবেন না। একটি ভেলেইড ইমেইল এড্রেস ব্যবহার করবেন। পাসওয়ার্ড একটু কঠিন ধরনের দিবেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার ও নাম্বারিক সহ সর্বনিম্ন ৮ অক্ষরের পাসওয়ার্ড দিবেন।  যেমনঃ Abcd1234. তারপর আপনি সাইনআপ বাটনে ক্লিক করে নেন। আপনার ই-মেইল এ ঢুকে একাউন্ট কনফার্ম করবেন। কনফার্ম করার পর লগইন করুন।  লগইন করার পর একাউন্ট ভেরিফিকেশন মেনুতে গিয়ে একাউন্ট ভেরিফাই করতে হবে। একাউন্ট ভেরিফাই করতে আপনার আইডি কার্ড/পাসপোর্ট ও ব্যাংক স্ট্যাটমেন্ট এর কপি স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পর ৩-৭ দিন সময় লাগে ভেরিফাই করতে। একাউন্ট ভেরিফাই ছাড়া আপনি ব্যাংক হতে টাকা তুলতে পারবেন না। তবে ভেরিফাই ছাড়া আপনি অন্য কারো কাছে ডলার সেন্ড করে সেল করে দিতে পারেন। কিন্তু যতশ্রিগ সম্ভব ভেরিফাই করে নিবেন কারণ আনভেরিফাই একাউন্ট এ লেনদের সীমা থাকে। 

আরো অন্য কোন তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে সাইটের উপরের ফেসবুক বাটনে ক্লিক করুন।

  • 0Blogger Comment
  • Facebook Comment